জাতীয়ঢাকাবাংলাদেশরাজনীতিসংগৃহীত সংবাদ

উত্তরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা

শাকিলা, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

সোমবার বিকেলে উত্তরা ১৪ নম্বর সেক্টরে ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ৪৭ বছর আগে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পরবর্তী সময়ে জাতির ইতিহাস এক অন্ধকার অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিল। শেখ মুজিবুর রহমান বাকশালী কায়দায় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন, দেশ এক ভয়াবহ দুরবস্থার মুখে পড়েছিল। সে সময় সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির হাল ধরেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি দল গঠন করার পর দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেন এবং খাল খনন কর্মসূচি, কৃষি বিপ্লবসহ অসংখ্য জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তার অগ্রযাত্রা থামিয়ে দিতে তাকে নৃশংসভাবে হত্যা করে। জিয়াউর রহমানের মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার জানাজায় অংশ নেয়, যা প্রমাণ করে তিনি ছিলেন জনগণের হৃদয়ের নেতা। যদি তিনি জীবিত থাকতেন, তবে আজকের বাংলাদেশ হয়তো সিঙ্গাপুর বা মালয়েশিয়ার সমপর্যায়ে উন্নত দেশ হিসেবে দাঁড়াতো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র নেতা আবদুস সালাম, থানা যুগ্ম আহ্বায়ক সোলেমান হাসান, মোহাম্মদ আলী, আওলাদ হোসেন, আনোয়ার হোসেন অনিক, আলমগীর হোসেন শিশির, লিটন প্রধান, মোহাম্মদ হান্নান, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলফাজ, সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার, রাকিবুল ইসলাম রাতুল, তোহা ইসলাম মুন্না, উত্তরা পশ্চিম থানা যুবদল নেতা শাহাদাত হোসেন ফেলু, তানভীর রহমান নির্ঝর এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা রিয়াদ সরকার হীরা। এছাড়া, ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও বিএনপির অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর এলাকার সুবিধাবঞ্চিত প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button