
কুমিল্লার কান্দিরপাড় নজরুল এভিনিউতে অবস্থিত আর্টিসান নাসির সেন্টারের নিচতলায় ব্যক্তিগত উদ্যোগে জেনুইন কোরিয়ান ও থাই কসমেটিকস, ইন্ডিয়ান এবং দেশীয় প্রসাধনীসহ সব ধরনের স্টেশনারি পণ্যের একটি দোকানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। নিত্যদিনের ব্যবহারের জন্য আসল পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে দুই তরুণ উদ্যোক্তার এই মহতী উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
গত আগস্ট মাস থেকে কুমিল্লার রাণীর বাজার রোডের নজরুল এভিনিউতে, সিটি ব্যাংকের নিচতলায় ‘কিউটি অ্যান্ড বিউটি’ নামে এই দোকানটির যাত্রা শুরু হয়। এই উদ্যোগের মাধ্যমে কুমিল্লা নগরীর সব শ্রেণি-পেশার মানুষ সাশ্রয়ী মূল্যে তাদের কাঙ্ক্ষিত আসল বা খাঁটি পণ্য কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে ‘কিউটি অ্যান্ড বিউটি’র কার্যক্রমের শুভ সূচনা করেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক এ. ডব্লিউ. এম. ওয়াহিদুজ্জামান।
এ সময় উদ্যোক্তারা বলেন, “সততাই ব্যবসায়ের মূলধন। বর্তমান বাজারে ভেজালের ভিড়ে খাঁটি জিনিস পাওয়া খুবই কঠিন। কুমিল্লার মানুষকে সাশ্রয়ী দামে খাঁটি পণ্য ক্রয়ের নিশ্চয়তা দিতেই আমাদের এই উদ্যোগ। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই দোকানে প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করা হবে বলে তারা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান বাজারের ঊর্ধ্বগতির সময়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।



