মুরাদনগরে দ্বিমুখী অভিযান: কৃষি জমি রক্ষায় ড্রেজার ধ্বংস, দূষণের দায়ে কারখানা সিলগালা ও জরিমানা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। সোমবার (১ সেপ্টেম্বর, ২০২৫) উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কৃষি জমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলনের অপরাধে দুটি ড্রেজার মেশিন এবং প্রায় এক হাজার ফুট পাইপ অপসারণ ও ধ্বংস করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অবৈধ ড্রেজিং শুধু কৃষি উৎপাদনই ব্যাহত করে না, বরং গ্রামীণ অবকাঠামো ও পরিবেশের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।
এছাড়া, উপজেলার জয়নগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই একটি কারখানায় জাহাজের পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল। এই অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী মেসার্স জিএল গ্রীন ওয়েল ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান। এ সময় অভিযানে সহযোগিতা করেন পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকলাল দেবনাথ এবং বাঙ্গরা বাজার থানার পুলিশ সদস্যরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, অভিযান নিয়মিত হলে অবৈধ ড্রেজিং ও পরিবেশ দূষণ কার্যক্রম বন্ধ হবে, যা এলাকার কৃষি ও পরিবেশকে সুরক্ষিত রাখবে।



