কুমিল্লার সিনিয়র স্কীন চিকিৎসক নাজমুল হাসান আখন্দ আর নেই, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন,

কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন: কুমিল্লার সুনাম ধন্য স্কীন বিশেষজ্ঞ চিকিৎসক নাজমুল হাসান আখন্দ আর নেই, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন, তার মৃত্যুতে কুমিল্লাবাসী হারালো একজন দক্ষ, সামাজ সেবক ও ধার্মীক, চিকিৎসক।মৃত্যু কালে স্ত্রী, দু পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুন গাহি রেখে গেছে। তিনি দীর্ঘ ৩০ বছর কুমিল্লা সিডি প্যাথ এন্ড হসপিটালে চেম্বার করেন।
এছাড়া কুমিল্লার কাবিলায় ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সহ যোগী অধ্যাপক ছিলেন। তিনি পতি বুধবার চাদপুরের হাজীগঞ্জ চেম্বার করতেন,ওখান থেকে চেম্বার শেষ করে কুমিল্লা সিডি হাসপাতালে আসার পথে লালমাই নামক স্থানে সন্ত্রাসীদের কবলে পরে।একপর্যায় নাজমুল হাসান আখন্দ তার নিজেস্ব গাড়ী নিজেই ড্রাইভিং করতে ছিলেন, সন্ত্রাসীরা হেলমেট দিয়ে বাহির থেকে গাড়ির গ্লাসে পিটাতে থাকে, ঐ সময় পত্যাক্ষ দর্শীরা দৌড়ে আসলে সন্ত্রাসীরা হোন্ডা যোগে পালিয়ে যায় বলে জানাযায়। এক পর্যায় চিকিৎসক সন্ত্রাসীদের ভয়ে ব্রাইনস্টোক করে। এসময় গাড়ী থমকে গিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা সিএনজি তে ধাক্কা মারে।তাৎক্ষণিক পত্যাক্ষদর্শীরা যৌথ ভাবে সন্ত্রাসীদের ধরতে চেষ্টা করেও ব্যার্থ হয়ে চলে আসে।চিকিৎসক নাজমুল হাসান আখন্দ তখন মৃত্যু বরণ করেন।
তার সাথে থাকা কার্ড দেখে প্রত্যক্ষদর্শীরা কুমিল্লা সিডি হাসপাতালে নিয়ে আসে।সিডি হাসপাতাল কতৃপক্ষ তার পরিবারের কাছে হস্তান্তর করে। তার মৃত্যুতে চিকিৎসক, রাজনৈতিক সমাজ, সুজন,সাংবাদিক মহল শোক প্রকাশ করেন।সূত্রে জানা যায় তার গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলার কালাসোনা গ্রামে,তিনি ঢাকা বাড্ডা ও কুমিল্লা নগরীর বাদুরতলাতে বসবাস করতেন।



