মাদক জমজমাটে রমরমা বানিজ্য প্রশাসনের নিরব ভূমিকা

মঈন উদ্দিন, (সিলেট) :সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড এলাকা দিন শাহ পরান থানা অন্তর্ভুক্ত শাহ পরান মাজার শরীফ ভেতর জমজমাট ইয়াবা ব্যবসা গাঁজা বিক্রি সেবন করা জুয়া খেলা তীর জুয়া সহ ইয়াবা ব্যবসা পাইকারি খুচরা বিক্রি হচ্ছে।
এতে জড়িয়ে রয়েছে লেচু খানত অধিকাংশ দোকানদার ইসলামাবাদ, কুমারগাঁও, এলাকার বাসিন্দা সে বিগত বছর ধরে গাঁজা বিক্রি করে আসচ্ছে এতে কয়েক বার জল কেটে বাহিরে এসে আবার তার নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশিত ইয়াবা ব্যবসা গাঁজা বিক্রি করছে এতে শাহ পরান মাজার শরীফ পুকুর পাড়ে শেষ গরম বিবি হাউজিং প্রকল্পের ভেতর জমজমাট ইয়াবা ব্যবসা গাঁজা বিক্রি সেবন করা জুয়া খেলা চলছে।
এতে জড়িত রয়েছে সাহালম ফারুক আহমেদ লেছু খান চার দোকানদার গং নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশিত পবিত্র মাজার শরীফ ভেতর মাজার শরীফ সম্মান নষ্ট করে দিতেছে। দিনের পর দিন যুব সমাজ মাদকের হাত থেকে রক্ষা পাওয়ার নেই আশা মাদকের দিকে অগ্রসর হচ্ছে অবিরাম এতে সমাজের সর্বস্তরের মানুষ মাদক থেকে রক্ষা হচ্ছে না।
মাদকের কারণে যুব সমাজ প্রতিবেশ পরিবেশ ধ্বংসের মুখে ঠলে পরে রয়েছে কিন্তু পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন রয়েছে এদিকে জমজমাট ইয়াবা ব্যবসা গাঁজা বিক্রি সেবন করা জুয়া খেলা তীর জুয়া খেলা জানডু মুন্ডু খেলা চলছে চলিতেছে কিন্তু শাহ পরান থানার পুলিশ কর্মকর্তা সুরমা গেইট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরব ভূমিকা রয়েছে।
এদিকে প্রশাসনের নাকের ডগায় চলছে জমজমাট ইয়াবা ব্যবসা। গাঁজা বিক্রি ভুংগার মালামাল যাতায়াত হচ্ছে প্রতিদিন রাতে জমজমাট ইয়াবা ব্যবসা পাইকারি খুচরা বিক্রি হচ্ছে অবিরাম এতে সিলেট পুলিশ কমিশনার মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি যে এ বিষয়ে তদন্ত করে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি বিনীত অনুরোধ রইলো মাদক থেকে যুব সমাজ কে রক্ষা করোন।



