র্যাব-৭ এর পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম এ মান্নান: র্যাব-৭, চট্টগ্রাম পৃথক দুটি অভিযান চালিয়েছে। এতে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউনুছ নবী বাবু এবং সন্দ্বীপ থানার একটি ডাকাতি মামলার প্রধান আসামি নুরুল আফছারকে গ্রেপ্তার করা হয়।
গত ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে র্যাব-৭ ফেনী ও চট্টগ্রাম মহানগরীতে এই অভিযান দুটি পরিচালনা করে। বিস্তারিত নিম্নরূপ:
ক. র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ফেনী সদর থানার একটি মাদক মামলায় (মামলা নং-৪৩, তারিখ ১৬ জুলাই ২০১৯) এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইউনুছ নবী বাবু ফেনী সদর থানা এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯:৪০ মিনিটে র্যাব-৭ এর একটি দল ফেনী সদরের দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে আসামি ইউনুছ নবী বাবুকে (২০) গ্রেপ্তার করে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার লাঠিয়াল পাড়া এলাকার বাহার উদ্দিনের ছেলে।

খ. অপর এক অভিযানে র্যাব-৭ গোপন সূত্রে জানতে পারে, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার একটি ডাকাতি মামলার (মামলা নং-১২, তারিখ ৩০ জুলাই ২০২৫, ধারা-৩৯৫/৩৯৭/৪১২) এজাহারভুক্ত প্রধান আসামি নুরুল আফছার চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় অবস্থান করছেন। উক্ত তথ্যের ভিত্তিতে ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১:২০ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতি মামলার প্রধান আসামি নুরুল আফছারকে (৩১) গ্রেপ্তার করা হয়। তিনি সন্দ্বীপ থানার মাইটভাঙ্গা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



