Uncategorizedসংগৃহীত সংবাদ

আসছে সংবাদ ও সাংবাদিকতার নতুন বই

অপরাধ বিচিত্রা ডেস্ক: মানবসমাজে সংবাদ ও তথ্যের গুরুত্ব চিরন্তন। মানুষ সবসময় জানতে চেয়েছে তার চারপাশে, দেশে কিংবা বিশ্বে কী ঘটছে। সেই জানার আকাঙ্ক্ষা থেকেই সংবাদপত্রের জন্ম, আর সংবাদপত্রকে কেন্দ্র করে বিকশিত হয়েছে সাংবাদিকতা। সাংবাদিকতা কেবল সংবাদ প্রচারের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি।

এই গ্রন্থে সংবাদ ও সাংবাদিকতার বিস্তৃত পরিধি ধাপে ধাপে আলোচিত হয়েছে। প্রথম অধ্যায়ে সংবাদ, সাংবাদিক, সম্পাদক এবং সাংবাদিকতার মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে, যা পাঠককে বিষয়টির মৌলিক ধারণা দেবে। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে সংবাদের সংজ্ঞা, শ্রেণিবিভাগ, সংবাদ লেখার বিভিন্ন কাঠামো ও পদ্ধতি বিশ্লেষণ করা হয়েছে। এর মাধ্যমে বোঝা যাবে, সংবাদ কীভাবে রচিত হয় এবং কোন কৌশলে পাঠকের কাছে তা আকর্ষণীয় করে তোলা যায়।

পরবর্তী অধ্যায়গুলোতে ফিচার ও সম্পাদকীয় রচনা, শিরোনামের ধরন ও কৌশল, সংবাদপত্রের সাংগঠনিক কাঠামো এবং সম্পাদনার ধাপ ও প্রক্রিয়া বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি সংবাদপত্রের পৃষ্ঠাসজ্জা, সম্পাদনা চিহ্নের ব্যবহার এবং সাংবাদিকতার শব্দভাণ্ডার নিয়েও পৃথক আলোচনা রয়েছে।

গ্রন্থের শেষাংশে পাঠক অনলাইন সাংবাদিকতা, সংবাদপত্রের ভবিষ্যৎ এবং সাংবাদিকতার ইতিহাস ও বিবর্তন সম্পর্কে ধারণা পাবেন। একই সঙ্গে একজন সাংবাদিকের প্রয়োজনীয় গুণাবলি, পদবিভেদে দায়িত্ব এবং দেশি-বিদেশি সংবাদপত্রের বৈশিষ্ট্যও এখানে উপস্থাপিত হয়েছে।

সার্বিকভাবে, এই গ্রন্থ সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে একটি পূর্ণাঙ্গ রূপরেখা দেবে। নবীন শিক্ষার্থী থেকে শুরু করে আগ্রহী পাঠক—সবাই এখানে সাংবাদিকতার নানা দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন।

‘দৈনিক সবুজ বাংলাদেশ’-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ রচিত ‘সংবাদ ও সাংবাদিকতা’ গ্রন্থটি নতুন সংবাদকর্মীদের জন্য একটি সংক্ষিপ্ত সহায়ক গ্রন্থ।

মুদ্রিত মূল্য: ৫০০ টাকা।
প্রকাশক: প্রতিভা প্রকাশ।

শোরুম: প্রতিভা প্রকাশ, রুম নং-১৪ (২য় তলা), সেঞ্চুরি আর্কেড শপিং সেন্টার, ১২০ আউটার সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭।
ফোন: ০২৫৮৩১৬৬৩৮, মোবাইল: ০১১৯২৬০১৪৯৪ (WhatsApp), ০১৭১০৩২০৮৬১ (WhatsApp)।

বইটি প্রতিভা প্রকাশের শোরুম, ইনবক্স এবং রকমারি, ওয়াফিলাইফ, পিবিএস, বুকশপার, ই-জননী, বইফেরী, ধী, বাতিঘর, প্রথমা, বই বাজার, বিডি বুকস, ই-বইঘর, পাঠক পয়েন্ট, বইয়ের দুনিয়া, বইসদাই, বই প্রহর, কিতাবঘর, বুকভান্ডার, পাঠক সমাবেশসহ দেশের যেকোনো অনলাইন শপে পাওয়া যাবে।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button