ইসলামে বিচারকের গুরুত্ব

ইসলামিক ডেস্ক: ইসলামে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কুরআনে বারবার ন্যায় ও ইনসাফের নির্দেশ দিয়েছেন। বিচারক (কাজী) সমাজে ন্যায় প্রতিষ্ঠার মূল দায়িত্ব পালন করেন।
আল্লাহ তাআলা বলেন:
“নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত তার हकদারকে ফিরিয়ে দিতে এবং যখন মানুষের মধ্যে বিচার করো, তখন ন্যায়বিচার করতে।”
(সূরা আন-নিসা, আয়াত: ৫৮)
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“বিচারক তিন শ্রেণির। এক শ্রেণি জান্নাতে এবং দুই শ্রেণি জাহান্নামে। যে বিচারক সত্য জেনে সঠিকভাবে বিচার করে, সে জান্নাতে যাবে। আর যে জ্ঞান থাকা সত্ত্বেও অন্যায়ভাবে বিচার করে, সে জাহান্নামে যাবে। আর যে বিচারক অজ্ঞ হয়ে বিচার করে, সেও জাহান্নামে যাবে।”
(সুনানে আবু দাউদ, তিরমিজি)
বিচারক হলেন ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রতিনিধি। তাই ইসলামে একজন সৎ, জ্ঞানী ও নিরপেক্ষ বিচারকের মর্যাদা অত্যন্ত মহান। আমাদের উচিত সবসময় ন্যায়বিচারের পথে থাকা এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।



