চট্টগ্রামদেশপরিবেশবাংলাদেশসংগৃহীত সংবাদ

চট্টগ্রামে ২০৯ জনকে বিনামূল্যে চক্ষু সেবা: চোখের সুরক্ষায় সচেতনতার আহ্বান মেয়র শাহাদাতের

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব ও মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশনের এক মহৎ উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চোখের রোগ প্রতিরোধে সচেতনতা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। রবিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পে ২০৯ জন দুঃস্থ ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন।

প্রতিরোধই উত্তম উপায়: মেয়রের বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। দৃষ্টিশক্তি সৃষ্টিকর্তার এক অমূল্য দান এবং এর যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব। নিয়মিত চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে চোখের অনেক জটিল রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।”

তিনি চোখের যত্নে ভিটামিনসমৃদ্ধ খাবার, যেমন—নিয়মিত সবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। মেয়র আরও বলেন, “আমরা যদি দৈনন্দিন জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলি, তবে দৃষ্টি সমস্যার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে। সমাজের সামর্থ্যবানদের প্রতি আমার আহ্বান, আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের সহযোগিতায় আরও বহু মানুষ এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবার মাধ্যমে উপকৃত হতে পারে।”

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহৎ উদ্যোগ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন উপলক্ষে এই আয়োজন করে মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদ এবং এতে সার্বিক সহযোগিতা প্রদান করে লায়ন্স ক্লাব অব চিটাগাং বাতিঘর। মাঝিরঘাট এলাকার মরহুম নজু মিয়া বাড়ির সামনে স্থাপিত এই ক্যাম্পে দিনব্যাপী রোগীদের চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান এবং ছানি অপারেশনের জন্য তালিকাভুক্তি করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ নুর মোহাম্মদের সভাপতিত্বে এবং লায়ন এম এ মুছা বাবলু ও নুর জাহেদ বাবলুর যৌথ সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আলহাজ জয়নাল আবেদীন জিয়াহাজী সালাউদ্দিনমসিউল আলম স্বপন, লায়ন্স ভাইস জেলা গভর্নর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, লায়ন্স কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ এবং মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আয়াজ বাহাদুর

এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, আলহাজ দানু মিয়া, অ্যাডভোকেট মাহবুব আলম, রহমান হাবীব, হারুন-অর-রশিদ প্রমুখ উল্লেখযোগ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button