অপরাধদুর্নীতিসংগৃহীত সংবাদ

ভুয়া ডাক্তার রাকিবুল ইসলাম ম্যাজিস্ট্রেটের হাতে আটক

অপরাধ বিচিত্রা ডেস্ক: খাগড়াছড়ির রামগড়ে এক ভুয়া চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রামগড় পৌর শহরের কালীবাড়ি এলাকার আমজাদ মেডিকেল হলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।

অভিযানকালে দেখা যায়, ডাক্তার পরিচয় দিয়ে রাকিবুল ইসলাম নামের এক ব্যক্তি রোগীদের চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে চিকিৎসক দাবি করলেও বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোনো অনুমোদন দেখাতে পারেননি। অনুমোদনহীনভাবে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারা অনুযায়ী তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও, তিনি ফেনীর এসএসকে রোডে অবস্থিত ‘ফেনী ভিশন চক্ষু হাসপাতালে’ নিয়মিত রোগী দেখেন বলেও স্বীকার করেছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, জনস্বার্থে এই অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে এই প্রতারণা বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button