প্রতারনাবাংলাদেশসংগৃহীত সংবাদ

রাজধানীতে অভিনব প্রতারণা: ইন্টারনেট কর্মী সেজে বাসায় ঢুকে হাতিয়ে নিল লক্ষাধিক টাকা

বসুন্ধরা আবাসিক এলাকায় এক আইটি কর্মীর বাসায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (ISP) ভুয়া পরিচয়ে ঢুকে ওটিপি (OTP) হাতিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছে এক প্রতারক চক্র।

অপরাধ বিচিত্রা ডেস্ক: রাজধানী ঢাকায় প্রতারণার এক নতুন ও ভয়াবহ ফাঁদের শিকার হয়েছেন এক বেসরকারি চাকরিজীবী। ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার (ISP) কর্মী পরিচয়ে এক নারীসহ তিনজন বাসায় ঢুকে ইন্টারনেট সংযোগ পরীক্ষার নামে কৌশলে ব্যাংক অ্যাকাউন্টের ওটিপি (OTP) নিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়।

ভুক্তভোগী রাহাত, যিনি একটি আইটি কোম্পানিতে কর্মরত, কাজের প্রয়োজনে তার বাসায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন। গত শুক্রবার সকালে তার ইন্টারনেট সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি তার ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা ‘BanglaConnect’-এর কাস্টমার কেয়ারে ফোন করে অভিযোগ জানালে, তাকে জানানো হয় যে দ্রুতই একজন টেকনিশিয়ান পাঠানো হবে।

এর প্রায় আধাঘণ্টা পরেই ঘটে মূল ঘটনা।

ফোন করার কিছুক্ষণ পরেই দুই যুবক ও এক যুবতী রাহাতের ফ্ল্যাটের দরজায় উপস্থিত হয়। তাদের পেশাদার আচরণ, গায়ে ইউনিফর্মের মতো পোশাক, গলায় ঝোলানো আইডি কার্ড এবং হাতে থাকা যন্ত্রপাতি দেখে রাহাতের কোনো সন্দেহ হয়নি। তারা নিজেদের ‘BanglaConnect’ থেকে এসেছে পরিচয় দিলে তিনি তাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেন।

প্রতারক চক্রটি অত্যন্ত ঠান্ডা মাথায় ও পরিকল্পিতভাবে তাদের কাজ সম্পন্ন করে।

  • প্রথম ধাপ: তারা প্রথমে রাউটার পরীক্ষার কাজ শুরু করে।
  • দ্বিতীয় ধাপ: দলের যুবতীটি ইন্টারনেট স্পিড টেস্ট করার কথা বলে রাহাতের কাছ থেকে তার অফিসের ল্যাপটপটি চেয়ে নেয় এবং ওয়াইফাই পাসওয়ার্ডটিও জেনে নেয়।
  • তৃতীয় ধাপ (মূল ফাঁদ): কিছুক্ষণ পর চক্রের আরেক সদস্য জানায়, বিলিং সংক্রান্ত তথ্য নিশ্চিত করার জন্য রাহাতের ফোনে একটি ওটিপি (OTP) পাঠানো হয়েছে। রাহাত সরল বিশ্বাসে সেই ওটিপি নম্বরটি তাদের জানালে, প্রতারকরা সঙ্গে সঙ্গেই তার ব্যাংক অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

সবকিছু সম্পন্ন হলে, “বাইরে থেকে একটি যন্ত্রাংশ নিয়ে আসছি” বলে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

প্রতারকরা চলে যাওয়ার মিনিট দশেকের মধ্যেই রাহাতের ফোনে ৮৫,০০০ টাকা লেনদেনের একটি বার্তা আসে। তিনি দ্রুত তার ব্যাংক অ্যাপ পরীক্ষা করে দেখেন, তার মোবাইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ড থেকে আরও কয়েকটি লেনদেনের মাধ্যমে সর্বমোট প্রায় ১ লাখ ২০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে তিনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তার অ্যাকাউন্টগুলো ব্লক করেন। এরপর তিনি ‘BanglaConnect’ এ ফোন করলে জানতে পারেন, তাদের পক্ষ থেকে কোনো কর্মীকে তার ঠিকানায় পাঠানোই হয়নি।

এই ঘটনায় ভুক্তভোগী রাহাত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে। এই অভিনব প্রতারণার ঘটনাটি রাজধানীর বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে, বিশেষ করে যারা বাসায় একা থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button