অন্যান্যচট্টগ্রামচট্টগ্রাম বিভাগ

অনাবাসিক হবে বিশ্ব বিদ্যালয় ছাফা-মোতালেব কলেজ: মেয়র ডা. শাহাদাত

এম এ  মান্নান : ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজকে ভবিষ্যতে অনাবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার কলেজ ক্যাম্পাসের প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুচ্ছাফা।

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজকে চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে। তিনি জানান, নগরীর মোহরায় শিক্ষার আলো ছড়ানোর জন্য এই প্রতিষ্ঠানকে যুগোপযোগী মানে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এই প্রতিষ্ঠানের আর্কিটেকচারাল পরিকল্পনা এবং ভৌত অবকাঠামো অত্যন্ত প্রশংসনীয়। বিদ্যমান অবকাঠামোর মানোন্নয়ন করে এ কলেজকে অনাবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। 

শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে তাদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সচেতন করতে হবে, গড়তে হবে দায়িত্বশীল নাগরিক হিসেবে। 

মেয়র আরও উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি স্থানীয় জনগণকে কলেজের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ছাফা মোতালেব সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ এ.বি.এম.মাহবুবুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক অধ্যাপক মো. আবদুস সালাম ও কলেজের শিক্ষক প্রীতি দাশ, বীণাপানি চক্রবর্তী। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম, মোঃ ইয়াসিন, ফিরোজ খাঁন, আমিন, আক্তার, ইব্রাহীম, হানিফ, রাসেল, নিয়াজ, রাশেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button