অসত্যের বিরুদ্ধে কলম ধরায় অপরাধ বিচিত্রার সাংবাদিক শাহীন আলমকে হয়রানির শিকার!

নিজস্ব প্রতিবেদক: অপরাধ বিচিত্রা পত্রিকার বিশেষ প্রতিনিধি এম আলম বর্তমানে চরম হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছেন।
অভিযোগ উঠেছে, তিনি কুমিল্লার বিতর্কিত পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, মামলা বাণিজ্য ও সাধারণ জনগণের প্রতি পুলিশি হয়রানির প্রতিবাদ করে ধারাবাহিকভাবে রিপোর্ট প্রকাশ করায় প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।
এম শাহীন আলম বলেন, “আমি একজন সাংবাদিক হিসেবে সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লিখেছি। আমার অপরাধ একটাই—আমি কলম দিয়ে মানুষের পক্ষে কথা বলেছি, পুলিশের অন্যায়, দুর্নীতি আর হয়রানির প্রতিবাদ করেছি। তার প্রতিদানে আমাকে বানানো হয়েছে মাদক কারবারি, সন্ত্রাসী, গায়েবি হত্যা মামলার আসামী, এমনকি ধর্ষণের মতো ঘৃণ্য মামলাতেও ফাঁসানো হয়েছে।”
তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ্, আমি ধৈর্য ধরেছি। শুকরিয়া জানাই আল্লাহ্র দরবারে। আমি নির্ভীক এবং সত্যবাদী ছিলাম, আছি, থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সত্যের পথে অবিচল থাকতে পারি।”
স্থানীয় সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, একজন সত্যনিষ্ঠ সাংবাদিককে এভাবে হয়রানি করা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার হরণের শামিল।
এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এম শাহীন আলম সহকর্মীরা জানান, একজন সাংবাদিককে ভয় দেখিয়ে কিংবা মিথ্যা মামলায় জড়িয়েও সত্যের কণ্ঠ রোধ করা যাবে না। তারা এই ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্ত ও সাংবাদিক শাহিনের বিরুদ্ধে দায়েরকৃত সব গায়েবি মামলা প্রত্যাহারের দাবি জানান।



