অন্যান্যদেশরাজনীতি

গোসাইরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় নেতৃবৃন্দ নিয়ে জাকির হোসেন মন্টু দপ্তরীর অংশগ্রহণ

শরীয়তপুর, প্রতিনিধি: শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নাগেরপাড়া ইউনিয়ন থেকে দলীয় নেতৃবৃন্দ নিয়ে নাগেরপাড়া ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী, গোসাইরহাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জাকির হোসেন মন্টু দপ্তরী অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫)  বিকালে গোসাইরহাট উপজেলা  বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত আলোচনা সভায় তার নেতৃত্বে অংশগ্রহণ করা হয়।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় জাকির হোসেন মন্টু দপ্তরী বলেন, সামনের গণতান্ত্রিক নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। সেই নির্বাচনে আমাদের প্রিয়নেতা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুর-৩ আসনে এমপি হয়ে মন্ত্রী হবেন, ইনশাআল্লাহ। এজন্য ঐক্যবদ্ধ ভাবে সকলকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশির দশকে আন্দোলনের মাধ্যমে আমাদের রাজনৈতিক চেতনা ও সংগ্রামের পথ দেখিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমাদের প্রেরণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের আন্দোলনের নেতৃত্ব ও শিক্ষা দিচ্ছেন।’

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে গোসাইরহাট উপজেলা, পৌরসভা ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গোসাইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা. এ এস কামাল উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোসাইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি টি আই এম মহিতুল গণি মিন্টু সরদার। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. আলাউদ্দিন সরদার।

বিশেষ অতিথি ছিলেন, গোসাইরহাট উপজেলা সদস্যবৃন্দ আক্তার হোসেন নান্টু খান, মো. দেলোয়ার হোসেন শিকারী, দেওয়ান গোলাম মোস্তফা, আল-মাহবুব আলম মোল্লা, মাহতাব উদ্দিন মাস্টার, জাকির হোসেন মুন্সি, আবুল বাসার বাবুর্চী, মো. হারুন গাজী, মো. জিল্লুর রহমান দপ্তরী, গোসাইরহাট পৌরসভা সদস্যবৃন্দ হাবিবুর রহমান ঘরামী, আনছার উদ্দিন খান, সাখাওয়াত হোসেন সুজন, মো. শিমুল সরদার, আ. সালাম হাওলাদার, জিয়াউর রহমান জমাদার, আলমগীর হোসেন বেপারী, মজিবুর রহমান কাজল মাদবর, জাহাঙ্গীর আলম খান, মো. বাবুল সরদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button