হত্যা মামলার পলাতক আসামি ইউসুফকে চট্টগ্রাম মহানগর হইতে গ্রেফতার করেছে র্যাব-৭,

এম এ মান্নান : নোয়াখালী জেলার চরজব্বর থানার আলোচিত ও চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার এজাহারনামীয় ০১নং প্রধান পলাতক আসামী ঘাতক স্বামী মোঃ ইউসুফ’কে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নোয়াখালী জেলার চরজব্বর থানার মামলা নং-১০, তারিখ-৩০ জুলাই ২০২৫ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ১১(ক), ২০০০(সং/২৫) মামলার এজাহারনমীয় ০১ নং প্রধান পলাতক আসামী ঘাতক স্বামী মোঃ ইউসুফ চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ১৭২৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন বিল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ঘাতক স্বামী মোঃ ইউসুফ(৩৫), পিতা-আবুল হোসেন, সাং-চরজব্বর, থানা-চরজব্বর, জেলা- নোয়াখালী’কে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ডবলমুরিং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



