Uncategorized

কাতারসহ মুসলিম দেশগুলোতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা খেলাফত মজলিসের: জুলাই সনদ ও সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের দাবি

প্রকৌশলী আবদুল হাফিজ খসরু: খেলাফত মজলিসের সাপ্তাহিক নির্বাহী বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় প্রশাসনকে সাধুবাদ জানানো হয়। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়েও নির্বাচন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে বলে খেলাফত মজলিস প্রত্যাশা করে।

একই সাথে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় আরও বলা হয়, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। গণভোট অথবা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদকে শক্তিশালী আইনি ভিত্তি দিতে হবে। এর ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপের কার্যক্রম শুরু করতে হবে। ফ্যাসিবাদ ও তার দোসরদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নতুন বাংলাদেশে সকলের। ঘোষিত নির্বাচনী সময়সীমার আগে প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ কাতারসহ কয়েকটি মুসলিম দেশে ইসরায়েলি বিমান হামলায় উদ্বেগ প্রকাশ করে বলেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েল সম্প্রতি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতারসহ কয়েকটি স্বাধীন সার্বভৌম দেশে একের পর এক বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ও নিয়মনীতি প্রকাশ্যে লঙ্ঘন করে যাচ্ছে। গাজায় গণহত্যা এখনো চালিয়ে যাচ্ছে। ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো প্রতিবাদকেই গ্রাহ্য করছে না। মার্কিন যুক্তরাষ্ট্রসহ কতিপয় পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ইসরায়েলের এসব অন্যায় কার্যক্রমকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। খেলাফত মজলিস ইসরায়েলের সকল বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। খেলাফত মজলিস মুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে আহ্বান জানায়, অবিলম্বে ওআইসি অধিবেশন ডেকে ইসরায়েলের বিরুদ্ধে সকল প্রকার সম্পর্ক ছিন্নের ঘোষণা দিন এবং কার্যকর প্রতিরোধ গড়ে তুলুন।

গতকাল সন্ধ্যা ৭টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদী, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, শাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ্ব নূর হোসেন, হাফেজ নুরুল হক, মো. আবুল হোসেন, মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button