রংপুর ও লালমনিরহাটে র্যাবের মাদকবিরোধী অভিযান: ফেনসিডিল-গাঁজাসহ ৫ জন গ্রেপ্তারদুই পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও কাভার্ডভ্যান জব্দ

জাকির হোসেন সুজন: রংপুরে বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) ব্যাটালিয়ন সদর কোম্পানি গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এই অভিযানে মোট ১৯৮ বোতল ফেনসিডিল এবং ৩১.০৫৪ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাত ১০টা ১০ মিনিটে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন এলাকায় অভিযান চালায়। ধৃত আসামিদের ব্যবহৃত কাভার্ডভ্যান তল্লাশি করে ১৯৮ বোতল ফেনসিডিল ও একটি কাভার্ডভ্যান জব্দসহ নিম্নলিখিত তিনজনকে গ্রেফতার করা হয়:
১। আব্দুল মোতালেব @ শান্ত (২৫), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-মিয়াপুর, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী।
২। মোঃ ইসরাফিল (২৭), পিতা-মৃত নুর ইসলাম, সাং-মলিয়ারা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
৩। আরিফ হাসান (১৮), পিতা-বাবলু পাটোয়ারী, সাং-বড় কাগনা, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী।



পরবর্তীতে পৃথক আরও একটি অভিযানে, গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাত ৩টা ১০ মিনিটে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দলগ্রামস্থ আসামি খিতিশ চন্দ্র রায়ের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৩০.০৫৪ কেজি গাঁজা জব্দসহ নিম্নলিখিত দুজনকে গ্রেফতার করা হয়:
১। খিতিশ চন্দ্র রায় (৪০), পিতা-শ্রী অশ্বিনী, মাতা-শান্তা রানী, সাং-উত্তর দলগ্রাম (পশুরডোবা), থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।
২। দ্বিপালী রাণী রায় (৩৮), স্বামী-খিতিশ চন্দ্র রায়, পিতা-পুলিন চন্দ্র রায়, সাং-উত্তর দলগ্রাম (পশুরডোবা), থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।
গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



