ঢাকারাজনীতিসংগৃহীত সংবাদ

পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন। শুক্রবার, ১২ই সেপ্টেম্বর রাত পৌনে নয়টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

তিনি বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বুঝি, তা ছিল না। আমি যাতে পদত্যাগ না করি, গতকাল থেকে আমার ওপর চাপ ছিল। তবুও আমি পদত্যাগ করেছি।”

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং আজ রাতের মধ্যেই ফল ঘোষণা করা হবে।

জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ছাত্রীদের দশটি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না এবং ৬৭টি পদে মাত্র একজন করে প্রার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একুশটি হলের মধ্যে দুটি হলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল মনোনীত প্যানেলসহ মোট পাঁচটি প্যানেল ভোট বর্জন করে।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button