সাতকানিয়ায় দস্যুতার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক দস্যুতার ৬০,৬০০/- (ষাট হাজার ছয়শত) টাকা উদ্ধারসহ ১ জন আসামি গ্রেফতার।
সাতকানিয়া থানা, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি দস্যুতার ঘটনায় লুণ্ঠিত অর্থ উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সফল অভিযান
সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজার সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ৪নং কাঞ্চনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কাঞ্চনা (মনু ফকির হাট) এলাকার জাফর চৌধুরীর বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দস্যুতার ঘটনায় খোয়া যাওয়া ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামির পরিচয়
পুলিশ ঘটনাস্থল থেকে আরকান চৌধুরী (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে ওই এলাকার মো. জাগির হোসেন ও মনোয়ারা বেগমের ছেলে।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর সাতকানিয়ায় সংঘটিত একটি দস্যুতার ঘটনায় থানায় মামলা (মামলা নং-১২, ধারা-৩৯৪/৩৪) দায়ের করা হয়েছিল। আরকান চৌধুরী ওই মামলার অজ্ঞাতনামা আসামি ছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।



