অপরাধএক্সক্লুসিভচট্টগ্রাম

চান্দগাঁও থানার এসআই ইমরান ফয়সালের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান ফয়সালের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণ ও কটূক্তির অভিযোগ উঠেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা একটি মামলার তদন্তের বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং অশোভন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, “আমরা একটি নির্দিষ্ট মামলার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য নিতে গিয়েছিলাম। কিন্তু এসআই ইমরান ফয়সাল আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কোনো প্রশ্নের উত্তর না দিয়ে অপমানজনক মন্তব্য করেন।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তার আচরণ ছিল অপ্রত্যাশিত ও পেশাদারিত্বহীন। একাধিক সাংবাদিকের অভিযোগ, ইমরান ফয়সাল গণমাধ্যমকর্মীদের ‘উটকো ঝামেলা’ বলে কটাক্ষ করেন এবং থানা থেকে তাদের সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, “গণমাধ্যমকর্মীদের হয়রানি ও অপমান একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অগ্রহণযোগ্য। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কাছ থেকে পেশাদার ও শৃঙ্খলাপূর্ণ আচরণ প্রত্যাশিত।”

এই ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা জরুরি। দায়িত্বশীল পদে থেকে কেউ এর ব্যত্যয় ঘটালে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button