দেশবাংলাদেশরাজনীতি

জাকসু নির্বাচনেও ছাত্র শিবিরের সংখ্যাগরিষ্ঠতা

অপরাধ বিচিত্রা ডেস্ক: ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ জাকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা । জিএস ওএজিএস শীর্ষ দুই পদ সহ মোট ২৫টি সম্পাদকীয় পদের ২০টিতে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তবে সহ-সভাপতি ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। এছাড়া সম্পাদকীয় পদের বাকি চারটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। শনিবার (১৩ই সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়
সিনেট ভুবনে এই ফলাফল ঘোষণা করা হয়। প্রকাশিত ফলে ২০টি পদে সরাসরি জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে জাকসু নির্বাচনের ভোট শুরু হয়। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। ঐদিন ভোট গণনা শুরু হয় ১০ঃ১৫ মিনিটে। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় টানা তিনদিন পর ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকসু নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। নির্বাচনে তাদের প্যানেলের নাম ছিল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট “। এই প্যানেলের প্রার্থীরা ভিপি, জি এস, এজিএস সহ ২৮ টি পদের মধ্যে ২৩টিতে জিতেছেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button