সাতকানিয়ায় বসতঘরে অভিযান, প্রায় ৯০ হাজার টাকার ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুবকের বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাজালিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। আটক যুবকের নাম মোঃ আরমান (২৭)।
গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান
সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে রাত্রিকালীন টহল ডিউটির সময় পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, বাজালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাসির মেম্বার পাড়ার একটি বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে।
এই খবরের ভিত্তিতে এসআই মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ভোর ৪:৪০ ঘটিকায় মোঃ আরমানের বসতঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আরমানকে ঘটনাস্থলেই হাতেনাতে আটক করা হয়।
উদ্ধার ২৯৫ পিস ইয়াবা
আটকের পর আরমানের শরীর ও ঘর তল্লাশি করে ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পলিথিন জিপারসহ ট্যাবলেটগুলোর মোট ওজন ২৮ গ্রাম। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত এই মাদকের অবৈধ বাজারমূল্য প্রায় ৮৮,৫০০ টাকা।
মাদক আইনে মামলা, তদন্ত চলছে
ঘটনার পর আটক মোঃ আরমানকে সাতকানিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে একটি মামলা দায়ের করেছেন। সাতকানিয়া থানার মামলা নং-১৬।
মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে মোঃ ইদ্রিসকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।



