চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূসহ ৪ জনের মৃত্যু
অপরাধ বিচিত্রা ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুণ্ডে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূসহ মোট চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুটি দুর্ঘটনাই ঘটেছে যাত্রীবাহী বাসের সঙ্গে।
চন্দনাইশে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। দোহাজারীগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চট্টগ্রাম শহরমুখী ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন চন্দনাইশ পৌরসভার কারেজি পাড়ার বাসিন্দা ফাতেমা বেগম এবং তাঁর পুত্রবধূ শামীমা আক্তার। তারা একই পরিবারের সদস্য ছিলেন। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ডে বাস খাদে, নিহত ১
এর আগে একই দিন সকালে জেলার সীতাকুণ্ডেও একটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করে।



