অপরাধএক্সক্লুসিভপরিবেশবাংলাদেশ

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে স্বামী স্ত্রী ও শিশু সহ তিন জনের লাশ উদ্ধার

মোঃ মোক্তার হোসাইন: নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে দরজা ভেঙে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন শিপলু (৩৫), স্ত্রী মীম (২৫) ও ছেলে আফরান (৪)।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সংবাদ আসে যে, ১ নং বাবুরাইল এর বউ বাজার এলাকায় জনৈক পলাশ এর বিল্ডিং এর ৪র্থ তলায় ৩ জনের মৃতদেহ পাওয়া গেছে।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে যে, ৪র্থ তলায় ভাড়া বাসার দরজা ভিতর থেকে লক করা ছিল। এলাকার জনগণ মৃত হাবিবুল্লাহ শিপলু(৩৫) এর আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে মোঃ হাবিবুল্লাহ শিপলুকে (৩৫) ওড়না দিয়ে গলায় প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা থেকে ওড়না কেটে নামানো হয়। অন্য একটি রুমে হাবিবুল্লাহ শিপলুর স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) এবং ছেলে আফরান (৪) দের মুখের উপর বালিশ দেখতে পায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, হাবিবুল্লাহ শিপলু নিজ স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

হাবিবুল্লাহ শিপলু “রমজান সমিতি” নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন। সমিতিটি করোনা কালীন সময়ে বন্ধ হয়ে যায়। উক্ত সমিতির গ্রাহকরা সমিতির নিকট টাকা পাওনা রয়েছে বলে জানা যায়। লাশগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button