প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শ্রীনগরে অবাধে চলছে অবৈধ বালু ভরাট

শ্রীনগর প্রতিনিধি: শ্রীনগরে ষোলঘর ইউনিয়নের কেউটখালী এলাকার পুষ্পধারায় সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রকাশ্যে অবৈধভাবে বালু ভরাট চলছে। উপজেলা প্রশাসনের একাধিক নিষেধাজ্ঞা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রাম ট্রাকের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ বালু এনে খাল, কৃষিজমি ও নিম্নাঞ্চল ভরাট করছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই অবৈধ বালু বাণিজ্য অব্যাহত রয়েছে। ড্রাম ট্রাকের বিকট শব্দ ও ধুলোবালির কারণে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়া, নির্বিচারে বালু ভরাটের ফলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, প্রশাসনের উপস্থিতি টের পেলে এক-দু’দিন ট্রাক চলাচল বন্ধ রাখা হয়, কিন্তু পরে আবার আগের মতোই কার্যক্রম শুরু হয়। দেখে মনে হয়, যেন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই দাপটের সঙ্গে এই অবৈধ ব্যবসা চলছে।
এ বিষয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, “অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।”
তবে এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক অভিযান নয়, এই অনিয়ম স্থায়ীভাবে বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।



