অপরাধএক্সক্লুসিভকুমিল্লাবাংলাদেশবৈশ্বিক

ব্রাহ্মণপাড়ায় গভীর রাতে ডাকাতি, অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে সর্বস্ব লুট

 মোশারফ হোসেন মিজান: ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা পশ্চিমপাড়ার আলী আহাম্মদ মুহুরীর বাড়িতে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়ার বিভিন্ন স্থানে প্রায়ই চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা এবং বিচার ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, চোর-ডাকাতরা গ্রেপ্তার হয়ে জেলহাজতে যাওয়ার অল্প সময়ের মধ্যেই জামিনে বেরিয়ে এসে পুনরায় অপকর্মে লিপ্ত হয়। এর ফলে এলাকায় গণপিটুনির মতো আইন হাতে তুলে নেওয়ার মতো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আবুল কালাম জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ৫-৬ জনের একটি ডাকাত দল তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের তিনজন সদস্যের হাত-পা বেঁধে ফেলে। মুখোশ ও গামছায় মুখ ঢাকা ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র—যেমন রড ও রান্দা ছিল।

তারা আলমারির চাবি কেড়ে নিয়ে দেড় ভরি ওজনের কানের ও গলার স্বর্ণালঙ্কার, মসজিদের জন্য সংগৃহীত নগদ ৯০ হাজার টাকা, দুটি স্মার্টফোনসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, ডাকাত দল চলে যাওয়ার পর সকালে প্রতিবেশীরা খবর পেয়ে তাদের উদ্ধার করেন।

ডাকাতির খবর পেয়ে ব্রাহ্মণপাড়া-দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাধবপুর ইউনিয়নে চলমান চুরির উপদ্রবের মধ্যেই এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী তাদের জানমালের নিরাপত্তা নিয়ে গভীরভাবে চিন্তিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button