একটি দোয়ায় দিন ও রাতের শুকরিয়া আদায়

মহানবী (সা.)-এর শেখানো এই দোয়া সকালে ও সন্ধ্যায় পাঠের মাধ্যমে আল্লাহর অগণিত নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা যায়।
ইসলামিক ডেস্ক: মহান আল্লাহর অগণিত নিয়ামতের শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করা প্রত্যেক মুমিনের অপরিহার্য কর্তব্য। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করি। এই সকল নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য রাসুলুল্লাহ (সা.) একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, যা সকালে ও সন্ধ্যায় পাঠ করলে যথাক্রমে দিন ও রাতের শুকরিয়া আদায় হয়ে যায়।
সকালের শুকরিয়ার দোয়া
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই দোয়াটি পাঠের মাধ্যমে একজন মুমিন সারাদিনের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে।
- আরবি: اَللّٰهُمَّ مَا أَصْبَحَ بِيْ مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيْكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ।
- বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি’মাতিন আউ বিআহাদিন মিন খালক্বিকা ফামিনকা ওয়াহদাকা লা শারিকা লাকা, ফালাকাল হামদু ওয়ালাকাশ শুকরু।
- অর্থ: হে আল্লাহ! এই সকালে আমার বা আপনার সৃষ্টির কারো উপর যে নিয়ামত এসেছে, তা সবই কেবল আপনার পক্ষ থেকে। আপনার কোনো শরিক নেই। সুতরাং, সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা কেবল আপনারই প্রাপ্য।
সন্ধ্যার শুকরিয়ার দোয়া
একইভাবে, দিন শেষে সন্ধ্যায় এই দোয়া পাঠ করলে সারারাত আল্লাহর নিয়ামত লাভের শুকরিয়া আদায় করা হয়।
- আরবি: اَللّٰهُمَّ مَا أَمْسَى بِيْ مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيْكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ।
- বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা মা আমসা বি মিন নি’মাতিন আউ বিআহাদিন মিন খালক্বিকা ফামিনকা ওয়াহদাকা লা শারিকা লাকা, ফালাকাল হামদু ওয়ালাকাশ শুকরু।
- অর্থ: হে আল্লাহ! এই সন্ধ্যায় আমার বা আপনার সৃষ্টির কারো উপর যে নিয়ামত এসেছে, তা সবই কেবল আপনার পক্ষ থেকে। আপনার কোনো শরিক নেই। সুতরাং, সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা কেবল আপনারই প্রাপ্য।
দোয়াটির গুরুত্ব ও ফজিলত
হাদিস শরিফে এই দোয়াটির ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি সকালে এটি পাঠ করবে, সে যেন তার দিনের শুকরিয়া আদায় করল। একইভাবে, যে ব্যক্তি সন্ধ্যায় এটি পাঠ করবে, সে তার রাতের শুকরিয়া আদায় করল। এর মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি নিজের বিনয় ও কৃতজ্ঞতা প্রকাশ করে, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম সেরা উপায়।
হাদিসের তথ্যসূত্র
দোয়াটি একাধিক নির্ভরযোগ্য হাদিসগ্রন্থে বর্ণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- সুনানে আবু দাউদ, খণ্ড ৪, পৃষ্ঠা ৩১৮, হাদিস নং ৫০৭৫
- নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদিস নং ৭
- ইবনুস সুন্নি, হাদিস নং ৪১
- ইবনে হিব্বান (মাওয়ারিদ), হাদিস নং ২৩৬১
বিখ্যাত ইসলামি পণ্ডিত শায়খ আব্দুল আজিজ ইবনে বাজ (রহ.) তাঁর “তুহফাতুল আখইয়ার” গ্রন্থের ২৪ পৃষ্ঠায় এই হাদিসের সনদকে ‘হাসান’ বা নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছেন। তাই, মুসলিমরা নিশ্চিন্তে এই দোয়া আমল করতে পারেন।



