
মো: রাজন পাটওয়ারী: চাঁদপুরে নবজাতক’কে গোরস্থানে রেখে যাওয়া সেই আসামী’কে আটক করা হয়েছে। ডিবি পুলিশের তদন্তে জড়িতদের নাম ফাঁস
আজ (১৬ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে চাঁদপুর শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।
নবজাতক’কে কবরস্থানে রেখে যাওয়া আসামির নাম মোঃ ফারুক হোসেন গাজী( ৪৫), পিতা মকবুল হাসেন গাজী, মাতা-মৃত হালিমা বেগম সাং মদনের গাও, থানা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর।
ফারুক গাজী জানায়, দি ইউনাইটেড হাসপাতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক (পরিচালক) ইমাম তাকে ৫শ টাকা দেয়। টাকা দিয়ে তাকে বলে চাঁদপুর সদর পৌর গোরস্থানে গিয়ে নবজাতক’কে দিয়ে আসতে।
আসামী ফারুক’কে আটকের পর সে হাসপাতালের দায়িত্বে থাকা ঘটনার সাথে জড়িত কয়েকজনের নাম বলে প্রাথমিকভাবে। পরবর্তীতে হাসপাতালে চাঁদপুর ডিবি পুলিশ গিয়ে তদন্ত করাকালীন ঘটনার সাথে জড়িত বাকিদেরকে আটক করা সম্ভব হয়নি।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।



