দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু, বেনাপোল দিয়ে গেল প্রথম চালান
আরিফুজ্জামান হেলাল: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে আবারও ইলিশ রপ্তানি শুরু হয়েছে। প্রতিশ্রুতির অংশ হিসেবে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ৩৭ টনের বেশি ইলিশের প্রথম চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে।
মধ্যরাতে সীমান্ত পার হলো ছয় ট্রাক ইলিশ
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশের চালানটি ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। মোট ছয়টি ট্রাকে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ পাঠানো হয়েছে।
বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, পূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর এটি প্রথম চালান এবং পর্যায়ক্রমে আরও ইলিশ রপ্তানি করা হবে।
পূজার উপহার হিসেবে ইলিশ
প্রতি বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদা থাকায় এই পদক্ষেপকে তারা “পূজার উপহার” হিসেবেই দেখে থাকেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর রপ্তানিকারকরা দ্রুততার সঙ্গে ইলিশের চালান প্রস্তুত করে ভারতে পাঠানো শুরু করেছেন। আগামী কয়েক দিনে আরও বড় চালান যাওয়ার কথা রয়েছে।



