অপরাধঢাকাদুর্নীতিপ্রতারনাসংগৃহীত সংবাদ

ধামরাইয়ে সহকারী কমিশনার ভূমি অফিসে ভিপি জমি নিয়ে চলছে নয়  ছয়

নিজস্ব প্রতিবেদক : ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে ভিপি অর্পিত জমি নিয়ে দূর্নীতি অনিয়ম ও ঘুষের বানিজ্যর অভিযোগ পাওয়া গেছে ।

সহকারী কমিশনার ভূমি অফিসের নাজির সার্টিফিকেট পেশকার মঞ্জু আহাম্মেদ অর্পিত ভিপি শাখায় দায়িত্ব পাওয়ায় আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান । এ দিকে অর্পিত সম্পত্তি লিজ মানি দিতে এসে অফিসে লাখ লাখ গুনতে হয় গ্ৰাহকদের  আবার অপরদিকে লিজের জমি দীর্ঘ দিন ধরে ভোগদখল থাকলেও পুনরায় ঘুষের টাকায় বিনিময়ে তদন্ত ছাড়াই মনগড়া নতুন ব্যাক্তির নামে লিজ প্রদান করে নির্বিঘ্নে । ধামরাই সহকারী কমিশনার ভূমি অফিসে ভিপি শাখায় মত প্রতিটি সেক্টরে চলছে দুর্নীতি অনিয়ম ও ঘূষ বানিজ্য । অভিযোগ পাওয়া গেছে , সানোড়া মৌজার এস,এ খতিয়ান -৪৩১ জমির পরিমাণ ৩০ শতাংশ নাল জমি যার ভিপি কেস নং – ১৫৩/৭৯ । এই ভিপি অর্পিত জমি শোলধন ছোট নারায়ণপুর গ্ৰামের মৃত বিশু মিয়ার পুত্র মোঃ হোসেন আলী নিয়মিত লিজ মানি দিয়ে নিয়মিত শাক সবজি চাষাবাদ করে আসছে ।  নতুন বছরের লিজ মানি জমা দেওয়ার জন্য গত ২৩-৭—২৫ তারিখে কৃষক হোসেন আলী উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সরেজমিন তদন্তের জন্য কুশুরা ইউনিয়ন ভূমি অফিসে তহশিলদারের কাছে পাঠান । তদন্ত শেষে কুশুরা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা তহশিলদার ফারদিনা আরফিন গত ২৪-৮-২৫-সালে কৃষক হোসেন আলী ভোগদখল করে জমি চাষাবাদ করে আসছে বলে একটি প্রতিবেদন দেন  যার স্বারক নং-২৫৯ । এদিকে অত্র অফিসের নাজির সার্টিফিকেট পেশকার মোঃ মঞ্জু আহাম্মেদ ৩ লাখ টাকা উৎকোচ নিয়ে ভিপি কেস নং- ১৫৩/৭৯ ফাইল থেকে ভোগদখলকারী কৃষক হোসেন আলীর লিজ মানির আবেদন ও ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারের সরেজমিনের তদন্ত রিপোর্টে পক্ষে থাকা সত্বেও ও এসিল্যান্ড রিদওয়ান আহাম্মেদ রাফি নির্দেশে সাঈম হোসেন নামে এক ব্যাক্তির নামে ১৫ শতাংশ জমির ডিসি আর কাটেন নাজির মঞ্জু । অবৈধ ভাবে মোটা অংকের উৎকোচ নিয়ে দুর্নীতিবাজ, ঘুষখোর কর্মকর্তারা জমির ভোগদখলকারী কে উৎখাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে । এই জমি নিয়ে এলাকায় বিরাজ করছে দু’পক্ষের টান টান উত্তেজনা যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ । এ ব্যাপারে ধামরাই সহকারী কমিশনার ( ভূমি ) রিদওয়ান আহমেদ রাফি এ প্রতিবেদককে বলেন , আমি এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনি ব্যাবস্থা গ্ৰহন করা হবে ।কে শুনে কার কথা ধামরাই ভূমি অফিসে ভিপি অর্পিত শাখায় চলছে হরিরলুট । অসহায় জমির ভোগ দখলকারীরা  যেন দেখার কেউ নেই । অপরাধ বিচিত্রার তথ্যনুসন্ধান অব্যাহত রয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button