অপরাধআইন ও বিচারআইন, ও বিচারবাংলাদেশ

নারায়ণগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তিনজন গ্রেফতার

মোঃ মোক্তার হোসাইন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে গোদনাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) এবং শহীদের ছেলে জয় (২৬)।

অভিযানে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছে অস্ত্র রাখার কোনো বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button