অপরাধএক্সক্লুসিভবরিশাল বিভাগবিভাগরাজনীতি

প্রবাসীর জমি দখলের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি:পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর জমি জোর পূর্বক জবর দখলের বিষয় উল্লেখ করে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে সেনাবাহিনী কাছে লিখিত অভিযোগ করার খবর পাওয়া গেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী পারুল আকতার।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে প্রতিবেশী নিজাম মাতুব্বর নামের এক বিএনপি কর্মীর বিরুদ্ধে মঠবাড়িয়া সেনা ক্যাম্প প্রধান বরাবরে এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত নিজাম মাতুব্বর মঠবাড়িয়া পৌর শহরে ৬ নম্বর ওয়ার্ডের বকসীর ঘটিচোরা এলাকার আ: হামিদ মাতুব্বরের ছেলে।অভিযোগে পারুল আকতার উল্লেখ করেন, তার স্বামী বাবুল মিয়া দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী। ১৯৯৯ সালে প্রতিবেশী রাজা মাতুব্বরের নিকট থেকে মঠবাড়িয়া পৌরশহরের বিলের বাড়ি এলাকার মঠবাড়িয়া ২২ নল জে এল ও মৌজার ১১৬৪ নং খতিয়ান থেকে সাড়ে তের শতাংশ (স্থানীয় মাপের ৮ কাঠা) জমি সাব-কবলা জমি ক্রয় করে দীর্ঘ ২৫ বছর শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন।

২০২৪ সালের ৫ আগষ্ট দেশের পটপরিবর্তনের পর সাব কবলাকৃত ওই জমির ভোগদখলের পূর্ণশান্তি গিলে ফেলেছে অশান্তির কালো ছায়া। স্থানীয় বিএনপি কর্মী নিজাম মাতুব্বর প্রবাসী বাবুল মিয়ার সাব কবলাকৃত জমিতে অনাধিকার প্রবেশ করে তাতে হালচাষ করিয়ে আমনের বীজ বপন করে জবর দখলের চেষ্টা করেছেন। ভুক্তভোগী প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী পারুল আকতার নিরুপায় হয়ে মঠবাড়িয়া সেনা ক্যাম্পে নিজাম মাতুব্বরের হয়রানি ও জমি দখলের চেষ্টার প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন। এছাড়াও হুমকি-ধমকির দেওয়ায় নিজাম মাতুব্বরের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী পারুল আকতার।

এবিষয়ে অভিযুক্ত নিজাম মাতুব্বরের সাথে কথা হলে বিরোধীয় জমিতে হালচাষ ও আমনের বীজ বপনের কথা স্বীকার করেন। তবে ২৫ বছর আগে যখন জমিটি সাব কবলা বিক্রি করা হয়েছিল তখন কেন বাঁধা দেওয়া হয়নি? এমন প্রশ্নের কোন দেননি নিজাম মাতুব্বর।এবিষয়ে মঠবাড়িয়া সেনা ক্যাম্প প্রধানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।ওই প্রবাসীর করা সাধারণ ডায়েরি বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button