মাদক ও অনলাইন ক্যাসিনো: তরুণ সমাজ ধ্বংসের পথে, বিকাশ নগদ রকেটে লেনদেন

নূর হোসেন ইমাম (অনলাইন এডমিন): বাংলাদেশে মাদক এবং অনলাইন ক্যাসিনোর বিস্তার এক ভয়াবহ সামাজিক সংকটে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান সত্ত্বেও এই অবৈধ নেটওয়ার্ক গোপনে পরিচালিত হচ্ছে। বিশেষ করে অনলাইন ক্যাসিনো তরুণ প্রজন্মকে আসক্তির ফাঁদে ফেলছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গেমিং অ্যাপের মাধ্যমে অনলাইন ক্যাসিনো সহজেই ছড়িয়ে পড়ছে। নগদ টাকা থেকে শুরু করে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে লেনদেনের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হচ্ছে।
অন্যদিকে, ইয়াবা, আইস, হেরোইনসহ নানা ধরনের মাদক সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ এমনকি স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও এ ফাঁদে জড়িয়ে পড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, অল্প বয়সে এসব মাদক গ্রহণে মানসিক ও শারীরিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, মাদক ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। তবে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতন না করলে শুধু আইনের মাধ্যমে এ ভয়াবহতা থামানো সম্ভব নয়।
বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও কর্মসংস্থানে সম্পৃক্ত করতে না পারলে মাদক ও অনলাইন জুয়ার দুষ্টচক্র থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়বে।



