অপরাধএক্সক্লুসিভদুর্নীতিপ্রতারনাবাংলাদেশশিক্ষা

অর্থের বিনিময়ে গাইড বই অনুমোদন! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ।

শ্রীনগর প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া স্বরুপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা ইয়ার আলী স্কুলের পাঠ্য কার্যক্রমে লেকচার গাইড বই অনুমোদন সাপেক্ষে ২০২৪ সনের নভেম্বর মাসে এক লক্ষ পঁচিশ হাজার টাকা গ্রহন করেন। বিদ্যালয়ের ফান্ডে টাকা জমা না করে তিনি নিজের কাছে রেখে দেন এমন অভিযোগের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা ইয়ার আলীর সাথে কথা বললে তিনি বলেন একলক্ষ পঁচিশ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও একলক্ষ টাকা দিয়েছে বাকী টাকা এখনো দেয় নাই টাকা স্কুলের ফান্ডে জমা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন টাকা আমার ব্যক্তিগত একাউন্টে জমা রেখেছি। এই বিষয়ে চলমান এতহক কমেটি কিছু জানেন কি না জানতে চাইলে তিনি বলেন আমার তরফ থেকে কোনো কিছু জানানো হয় নাই এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলী সাগরের নিকট জানতে চাইলে তিনি বলেন এপ্রিল মাসে আমি এতহক কমিটির সভাপতি হয়েছি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই টাকার বিষয়ে আমাকে কিছু বলেন নাই বিদ্যালয়ের টাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ব্যক্তিগত একাউন্টে জমা জানতে চাইলে তিনি বলেন আগামী মিটিংয়ে আমি বিষয়টি দেখবো। বিদ্যালয়ের একাধিক শিক্ষকের সাথে কথা বললে উনারা বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা ইয়ার আলী এই টাকার বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা না করে দীর্ঘদিন ধরে তিনি টাকা নিজের কাছে রেখে দিয়েছেন। বিগত দিনে বিদ্যালয়ের পূরাতন বই বিক্রিসহ বিভিন্ন অনিয়মের কথা শোনা যায় এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামে নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন বিদ্যালয়টির একেক পর এক অনিয়মে দিন দিন মান ক্ষুন্ন হচ্ছে কতৃপক্ষের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button