
মো: রেজাউল করিম, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ নওপাড়া এলাকায় টাঙ্গন নদীতে বজ্রপাতে পাঁচটি গরু মারা গেছে এবং একজন আহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা ছলেমান আলীর ছেলে আব্দুল লতিফ গরু নিয়ে নদী পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ছোট-বড় মিলিয়ে পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং আব্দুল লতিফ গুরুতর আহত হন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আকস্মিক বজ্রপাতের মতো দুর্যোগ থেকে মানুষ ও গবাদিপশু রক্ষায় সবাইকে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।



