অপরাধআইন ও বিচারআইন, ও বিচারএক্সক্লুসিভচট্টগ্রামপ্রশাসনবাংলাদেশ

সাতকানিয়ায় মাদকের প্রতিবাদ করায় হামলা: বন্দুক কেড়ে নিয়ে জীবন বাঁচালেন এলাকাবাসী

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতু মহোদয়ের নির্দেশনায় এবং সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. বেলাল হোসেন ও সঙ্গীয় ফোর্স একটি অভিযান পরিচালনা করে।

অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অস্ত্রের মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। মামলার বাদীর ভাই মো. আবু বক্করসহ এলাকার স্থানীয় লোকজন এর প্রতিবাদ করলে অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়

এরই জেরে গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮:১৫ ঘটিকার সময় বাদীর ভাই মো. আবু বক্কর ইছামতি আলীনগর এলাকা থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তিনি সাতকানিয়া থানার ৬নং এওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা গ্রামের আলী চাঁন পাড়ার বইক্কে বর দোকানের উত্তর পাশের নতুন ব্রিজের কোণায় পাকা রাস্তার ওপর পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা ৪-৫টি মোটরসাইকেলযোগে এসে তার পথরোধ করে।

অভিযুক্তরা এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা ৫-৬ জন সহযোগী এলোপাতাড়িভাবে লাঠিসোটা এবং লোহার রড দিয়ে আবু বক্করকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম করে। এক পর্যায়ে অভিযুক্ত আব্দুর রহিম ওরফে ডালিম (৪০) একটি একনলা বন্দুক দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ভাইয়ের দিকে গুলি করার চেষ্টা করলে তিনি তাকে জাপটে ধরে চিৎকার করতে থাকেন।

তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং আব্দুর রহিম ওরফে ডালিমের সঙ্গে ধস্তাধস্তি করে একনলা বন্দুকটি কেড়ে নেন। এসময় অন্য অভিযুক্তদের সহায়তায় ডালিম ঘটনাস্থল থেকে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বাদীর ভাই মো. নাসির (৫২), প্রতিবেশী মো. আবুল মনছুর এবং হেফাজত হোসেনের কাছ থেকে কেড়ে নেওয়া ০১ (এক)টি দেশীয় একনলা বন্দুক এবং বন্দুকের ভেতরে লোড করা অবস্থায় ০১টি কার্তুজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ৯:৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত
ক) ০১ (এক)টি ট্রিগার সংযুক্ত দেশীয় তৈরি একনলা বন্দুক। কাঠের বাটসহ বন্দুকটির দৈর্ঘ্য ২৭ ইঞ্চি।
খ) ০১ (এক)টি সাদা কার্তুজ, যার পার্কিউশন ক্যাপে আঘাতের চিহ্ন রয়েছে এবং একপাশে ইংরেজিতে ‘12 RC 12 ITALY’ লেখা আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button