সাতকানিয়ায় বাসে অভিযান, ৫৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মার্সা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
সাতকানিয়া, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার কেওচিয়া ইউনিয়নের খুনির বটতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবু তাহের (৫০)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী খালী গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
সাতকানিয়া থানা পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া ইউনিয়নের খুনির বটতল এলাকায় অবস্থান নেয়।
এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মার্সা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১১-১১৮২) তল্লাশি চালানো হয়। বাসটির যাত্রী আবু তাহেরের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেহ তল্লাশি করে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক আইনে মামলা দায়ের
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



