ভূমি সেব তথ্য: নামজারির ডিসিআর হারিয়ে গেলে যা করবেন
ডেস্ক রিপোর্ট: জমির মালিকানা পরিবর্তনের পর অন্যতম গুরুত্বপূর্ণ একটি দলিল হলো নামজারির ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ)। নামজারি সম্পন্ন হওয়ার প্রমাণ হিসেবে ভূমি অফিস থেকে এই রসিদটি প্রদান করা হয়। কিন্তু গুরুত্বপূর্ণ এই দলিলটি হারিয়ে গেলে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে বরং নির্দিষ্ট সরকারি অনুসরণ করে সহজেই এর সার্টিফায়েড অনুলিপি বা কপি সংগ্রহ করা সম্ভব।
যোগাযোগের স্থান
নামজারির ডিসিআর হারিয়ে গেলে সর্বপ্রথম আপনাকে সেই উপজেলা বা সার্কেল ভূমি অফিসে যোগাযোগ করতে হবে, যেখান থেকে আপনার নামজারিটি সম্পন্ন হয়েছিল। যেহেতু ডিসিআরের মূল রেকর্ড বা ভলিউম সেখানেই সংরক্ষিত থাকে, তাই অন্য কোনো অফিস থেকে এটি তোলার সুযোগ নেই।
ডিসিআরের অনুলিপি তোলার পদ্ধতি
হারিয়ে যাওয়া ডিসিআরের সার্টিফায়েড অনুলিপি পেতে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
এর জন্য, সর্বপ্রথম সংশ্লিষ্ট ভূমি অফিসে একটি লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রে আপনার নাম, ঠিকানা, মৌজার নাম, খতিয়ান ও দাগ নম্বর এবং ডিসিআর হারানোর কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদনের সঙ্গে কিছু প্রমাণস্বরূপ কাগজপত্র সংযুক্ত করতে হয়, যেমন—
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- পূর্ববর্তী নামজারির খতিয়ানের কপি (যদি থাকে)।
- ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের হালনাগাদ দাখিলা।
আবেদন জমা দেওয়ার পর ডিসিআরের অনুলিপি সংগ্রহের জন্য নির্ধারিত অঙ্কের সরকারি ফি প্রদান করতে হবে। ফি জমা দেওয়ার পর, ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আপনার আবেদন ও সংযুক্ত কাগজপত্র যাচাই-বাছাই করবেন। সবকিছু ঠিক থাকলে রেকর্ডরুম থেকে মূল ভলিউম বই খুঁজে আপনার ডিসিআরের একটি সার্টিফায়েড অনুলিপি বা ফটোকপি প্রদান করা হবে।
কিছু জরুরি তথ্য
অনলাইন যাচাই: যদিও সরাসরি হারানো ডিসিআর অনলাইন থেকে ডাউনলোড করা যায় না, তবে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট (land.gov.bd) বা ‘ভূমি সেবা’ অ্যাপের মাধ্যমে নামজারির আবেদন বা মামলার বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য যাচাই করা সম্ভব।
সঠিক তথ্য প্রদান: আবেদনে সব তথ্য নির্ভুলভাবে দিলে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয়। কোনো তথ্যে ভুল থাকলে অনুলিপি পেতে বিলম্ব হতে পারে।
হেল্পলাইন: ভূমি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বা সেবা পেতে সমস্যার সম্মুখীন হলে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬১২২-এ ফোন করে সরাসরি পরামর্শ ও সহযোগিতা নেওয়া যায়।



