শাহ পরান (র.) মাজারের পবিত্রতা ক্ষুণ্ণ: হকার, মাদক ও জুয়ার আখড়ায় পরিণত, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের পুণ্যভূমি হযরত শাহ পরান (র.) এর মাজার শরীফের পবিত্রতা আজ হুমকির মুখে। মাজার প্রাঙ্গণ ঘিরে গড়ে ওঠা প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় হকার, মাদক ব্যবসায়ী এবং জুয়াড়িদের অবাধ বিচরণে মাজারের ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। প্রকাশ্য দিবালোকে এসব অনৈতিক কার্যকলাপ চললেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই মাজারে আগত দর্শনার্থী ও ভক্তরা প্রতিনিয়ত নানা হয়রানির শিকার হচ্ছেন। মাজারের মূল মাঠেই হকাররা চিৎকার করে পণ্য বিক্রি করে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। অন্যদিকে, মাজারের পুকুরপাড় সংলগ্ন হযরত শাহ পরানের (র.) সফরসঙ্গী শেখ কাবুলের মাজারের আশেপাশের এলাকা দখল করে অবৈধভাবে বসবাস করছে একটি চক্র। অভিযোগ রয়েছে, এই স্থানটি ইয়াবা, গাঁজা ও মদের ব্যবসা এবং তীর খেলাসহ বিভিন্ন ধরনের জুয়ার আখড়ায় পরিণত হয়েছে।
এই অপরাধী চক্রটি অত্যন্ত সংগঠিত। মাজারের খাদেমরা একাধিকবার এসব অবৈধ কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। পুলিশ প্রশাসন সাময়িকভাবে ব্যবস্থা নিলেও প্রভাবশালী মহলের মদদে অপরাধীরা পুনরায় তাদের কার্যক্রম শুরু করে। স্থানীয়দের মতে, সরকার পরিবর্তনের পর এই চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, মাজারে আগত সরলমনা ভক্তদের নানাভাবে প্রতারিত করা হচ্ছে। হকার ও দালাল চক্র আগরবাতি, মোমবাতি, গোলাপজল, তাবিজ, চায়না পাথর ও আংটি গছিয়ে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাদের সাথে দুর্ব্যবহার, জুলুম, এমনকি ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটছে।

এই পরিস্থিতিতে মাজারের পবিত্রতা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। ‘জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন’ এবং ‘অপরাধ বিচিত্রা’-এর সিলেট জেলা শাখা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, মাজার ঘিরে চাঁদাবাজি, দালালি এবং মাদকের ব্যবসা বন্ধ করতে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য।
সংগঠন দুটি মাজারের পবিত্রতা রক্ষায় অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে সিলেটের জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনারের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।



