সাতকানিয়ায় প্রাইভেটকারে ৮ হাজার পিস ইয়াবা জব্দ, একজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেওচিয়া ইউনিয়নের খুনির বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই অভিযানটি পরিচালিত হয়।
সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার গেটের সামনে মহাসড়কে একটি অ্যাশ রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-৩৯-৪৬৫৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনের আসনে বসে থাকা যাত্রী মো. রিয়াজ উদ্দিনের (৩৬) আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেয়াবাদ এলাকার মজিদ কেরানীর বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে। উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় একটি মামলা (মামলা নং ২৫) দায়ের করা হয়েছে। আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।



