এম এ মান্নান: রাজধানীর উত্তরখানের আটিপাড়া এলাকায় তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক ভুক্তভোগী এলাকাবাসী অংশ নেন।
দীর্ঘদিন ধরে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে থাকা বাসিন্দারা রাস্তায় নেমে এসে তাদের ক্ষোভ ও দুর্দশার কথা তুলে ধরেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। গ্যাসের মতো একটি জরুরি সেবা থেকে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত, যা অত্যন্ত দুঃখজনক।” তিনি आश्वासन দেন, সংগৃহীত গণস্বাক্ষরসহ একটি স্মারকলিপি শিগগিরই সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, উত্তরখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা এবং তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলামসহ ഇരു থানার বিভিন্ন পর্যায়ের নেতা ও ওয়ার্ড কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান নিজে এলাকার বিভিন্ন বাড়ি ও দোকানে গিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করেন এবং ভুক্তভোগী মানুষের সাথে কথা বলেন। তিনি জানান, সংগৃহীত স্বাক্ষর দ্রুত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়ে সংকট সমাধানে চাপ সৃষ্টি করা হবে।



