টঙ্গীর অগ্নিকাণ্ড: জীবনযুদ্ধে হেরে গেলেন ফায়ার ফাইটার শামীম

অপরাধ বিচিত্রা ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামের ভয়াবহ আগুনে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ মৃত্যুর কাছে হার মেনেছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রায় ২৪ ঘণ্টা লড়াইয়ের পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে শামীমের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল, যা অত্যন্ত আশঙ্কাজনক ছিল।
এর আগে, সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট সংলগ্ন একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর সময় তীব্র তাপ ও বিস্ফোরণে শামীমসহ আরও কয়েকজন কর্মী দগ্ধ হন।
ভয়াবহ ওই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করেন। ওই ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের আরও কয়েকজন সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সহকর্মীর মৃত্যুতে ফায়ার সার্ভিস পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



