মোরেলগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ: হিসাবরক্ষকের বিরুদ্ধে মামলা, পাল্টা হয়রানির অভিযোগ

আহসানুজ্জামান সোহেল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোরেলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিককে লাঞ্ছিত ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগে একটি পাল্টা মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি গণেশ পাল বাদী হয়ে হাসপাতালের হিসাবরক্ষক মাতুব্বর মো. রেজোয়ান হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা (নং-১৬) দায়ের করেন। এর আগে, গত ২১ সেপ্টেম্বর হিসাবরক্ষকের মেয়ে মরিয়ম আক্তার বাদী হয়ে ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একটি মামলা (নং-১৫) দায়ের করেন, যেটিকে সাংবাদিক নেতারা “সাজানো ও ষড়যন্ত্রমূলক” বলে আখ্যা দিয়েছেন।
জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক রেজোয়ান মাতুব্বরের বিরুদ্ধে এক গৃহশিক্ষিকার আনা একটি অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক গণেশ পাল, দৈনিক ভোরের দর্পণের শামীম আহসান মল্লিক এবং প্রতিদিনের বাংলাদেশের এম. পলাশ শরীফ। অভিযোগে বলা হয়, তারা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে প্রবেশ করলে পূর্বপরিকল্পিতভাবে হিসাবরক্ষক রেজোয়ান, তার মেয়ে এবং বহিরাগত ৭-৮ জন তাদের ওপর চড়াও হয়। এ সময় তাদের অকথ্য ভাষায় গালাগাল, টানাহেঁচড়া ও লাঞ্ছিত করে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের কর্মকর্তার কক্ষেই দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে।
মূল ঘটনার নেপথ্যে হাসপাতালের হিসাবরক্ষক রেজোয়ানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি হাসপাতালের একজন ‘আয়া’কে চাকরিচ্যুত করে সেই পদে নিজের মেয়ে মরিয়ম বেগমকে নিয়োগ দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হয়। এসব বিষয়ে জাতীয় ও আঞ্চলিক পত্রিকাগুলোতে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ায় তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত ছিলেন বলে অভিযোগ। সেই ক্ষোভ থেকেই পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে মনে করছেন ভুক্তভোগী সাংবাদিকরা।
এদিকে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা এবং তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের ঘটনায় বাগেরহাট প্রেসক্লাব, মোরেলগঞ্জ প্রেসক্লাব, শরণখোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



