আত্মশুদ্ধির পথে দশটি পদক্ষেপ: যারা জীবন পরিবর্তনে আগ্রহী
ইসলামিক বিচিত্রা ডেস্ক: যারা সত্যিকার অর্থে নিজেদের পরিবর্তন করে আল্লাহর প্রিয়পাত্র হতে চান, এটি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির পথে একটি বাস্তবসম্মত নির্দেশিকা।
প্রথম পদক্ষেপ: ঈমানের ভিত্তি মজবুত করা
আত্মশুদ্ধির প্রথম এবং প্রধান শর্ত হলো বিশুদ্ধ ঈমান। ছোট বা বড়—সব ধরনের শিরককে মন থেকে বিদায় জানান। একমাত্র আল্লাহর ওপর ভরসা রাখুন এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করুন, কারণ তিনিই সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি।
দ্বিতীয় পদক্ষেপ: সালাতে অবিচল থাকা
দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ সালাতকে জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করুন। এর পাশাপাশি ১২ রাকাত সুন্নাত নামাজ (ফজরের আগে ২, যোহরের আগে ৪ ও পরে ২, মাগরিবের পরে ২ এবং এশার পরে ২ রাকাত) নিয়মিত আদায়ের চেষ্টা করুন। কোনো অবস্থাতেই সালাত ত্যাগ করবেন না।
তৃতীয় পদক্ষেপ: হারামকে পুরোপুরি বর্জন
গান-বাজনা, সিনেমা, নাটক এবং সকল প্রকার অশ্লীলতা থেকে নিজেকে ফিরিয়ে আনুন। মনে রাখবেন, হারামে লিপ্ত থাকা আপনার ইবাদত কবুল হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
চতুর্থ পদক্ষেপ: জিহ্বার সঠিক ব্যবহার
গীবত, পরনিন্দা, হিংসা এবং অহংকার—এই বিষয়গুলোকে আত্মার বিষ হিসেবে জানুন। একটি বিষয় বিশেষভাবে স্মরণীয়: আপনি হয়তো তাহাজ্জুদ আদায় করলেন, কিন্তু পরক্ষণেই কারো গীবত করলেন। এর ফলে আপনার তাহাজ্জুদের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় যুক্ত হয়ে যাবে, যার গীবত করা হয়েছে। তাই কথা বলার আগে ভাবুন এবং বেশি বেশি ইস্তিগফার করুন।
পঞ্চম পদক্ষেপ: সৎ সঙ্গ নির্বাচন
যাচাই করে দেখুন আপনার বন্ধুমহল কেমন। যদি তারা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, তবে তাদের সঙ্গ সচেতনভাবে এড়িয়ে চলুন। কিছু সময় একাকী কাটান, নিজের মৃত্যু ও আখিরাত নিয়ে ভাবুন, সিজদা দীর্ঘ করুন। ইন শা আল্লাহ, এভাবেই আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হবে।
ষষ্ঠ পদক্ষেপ: কুরআনের সাথে সম্পর্ক স্থাপন
আপনার মর্যাদা বৃদ্ধি পাবে কুরআনের সান্নিধ্যে। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর অন্তত পাঁচটি আয়াত অর্থসহ তিলাওয়াত করার অভ্যাস করুন। কুরআনের নূর আপনার জীবন থেকে সকল অন্ধকার দূর করে দেবে।
সপ্তম পদক্ষেপ: নারীদের জন্য বিশেষ নির্দেশনা
আল্লাহর বিধান অনুযায়ী পরিপূর্ণ পর্দা মেনে চলুন। গায়রে মাহরাম পুরুষদের সামনে যাওয়া কিংবা আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা—এগুলো পর্দার পরিপন্থী। নিজেকে সুরক্ষিত রাখতে পর্দার গুরুত্ব দিন।
অষ্টম পদক্ষেপ: মোবাইল ফোনকে ফিতনামুক্ত রাখা
আধুনিক প্রযুক্তির অপব্যবহার থেকে বাঁচুন। আজই আপনার ফোন থেকে গান, সিনেমা বা এমন সবকিছু মুছে ফেলুন, যা আপনাকে পাপের পথে প্ররোচিত করে।
নবম পদক্ষেপ: আজানের ডাকে সাড়া দেওয়া
প্রতিদিন পাঁচবার আজানের জবাব দিন। এতে মাত্র কয়েক মিনিট সময় লাগলেও এর সওয়াব অপরিসীম। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়, তাই তখন বেশি বেশি দোয়া করুন।
দশম পদক্ষেপ: দৈনিক জিকিরের আমল
আপনার জিহ্বাকে সিক্ত রাখুন আল্লাহর স্মরণে। প্রতিদিন ১০০ বার করে পড়ার চেষ্টা করুন:
- সুবহানাল্লাহ
- আলহামদুলিল্লাহ
- আল্লাহু আকবার
- লা ইলাহা ইল্লাল্লাহ
- আস্তাগফিরুল্লাহ
- সুবহানাল্লহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম
- লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
- দরূদ শরীফ



