
অনলাইন ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ফায়ার ফাইটার মোহাম্মদ নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুজন ফায়ার ফাইটারের মৃত্যু হলো।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল হুদার শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, একই ঘটনায় দগ্ধ আরেক ফায়ার ফাইটার খন্দকার জান্নাতুল নাইমের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। তাকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, গত সোমবার টঙ্গীর ওই রাসায়নিক গুদামের আগুন নেভানোর সময় বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন এই ফায়ার ফাইটাররা।



