বিধ্বংসী টাইফুন ‘রাগাসা’ চীনে আঘাত হেনেছে: ফিলিপাইন, তাইওয়ান ও হংকংয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ
অনলাইন ডেস্ক: ফিলিপাইন, তাইওয়ান এবং হংকংয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর অবশেষে চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন রাগাসা। এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাবে লাখো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের পরিস্থিতি
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে টাইফুন রাগাসা স্থলভাগে আঘাত হানে। স্থানীয় আবহাওয়া দপ্তর এটিকে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুনগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে। টাইফুনের প্রভাবে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার (১০৯ মাইল) বেগে বাতাস বইছে এবং উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, টাইফুনের আঘাত হানার আগেই কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করে এবং প্রায় ৯ লক্ষ মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়। গুয়াংডং এবং ফুজিয়ান প্রদেশের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। প্রধান শহরগুলোতে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান এবং গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ধারকারী দল এবং জরুরি পরিষেবাগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। ভারী বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
হংকংয়ে তাণ্ডব
চীনের মূল ভূখণ্ডে আঘাত হানার আগে টাইফুন রাগাসা হংকংয়ে ব্যাপক তাণ্ডব চালায়। হংকং অবজারভেটরি সর্বোচ্চ সতর্কতা ‘হারিকেন সিগন্যাল ১০’ জারি করে, যা গত পাঁচ বছরের মধ্যে প্রথম। ঝড়ের দাপটে শহরে ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রাস্তায় গাছপালা উপড়ে পড়েছে, বহু ভবনের জানালা ভেঙে গেছে এবং নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। শহরের শেয়ারবাজার এবং সমস্ত পরিবহন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।
তাইওয়ান ও ফিলিপাইনে ক্ষয়ক্ষতি
এর আগে, টাইফুন রাগাসা তাইওয়ান এবং ফিলিপাইনেও ব্যাপক প্রভাব ফেলে। তাইওয়ানের দক্ষিণাঞ্চলে টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টি ও শক্তিশালী বাতাস লক্ষাধিক পরিবারকে বিদ্যুৎহীন করে ফেলে। শত শত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয় এবং ভূমিধসের আশঙ্কায় বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
ফিলিপাইনের উত্তরাঞ্চলে টাইফুন রাগাসার আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বর্তমানে, চীনের মূল ভূখণ্ডে আঘাত হানার পর টাইফুন রাগাসা ধীরে ধীরে দুর্বল হয়ে একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হচ্ছে। তবে এর প্রভাবে আরও কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন।



