কক্সবাজারদেশবানিজ্য সংবাদবাংলাদেশসংগঠন

ন্যাশনাল লাইফের ১০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়ে ১০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত কোম্পানির ‘হাই পারফর্মার ম্যানেজার’স কনফারেন্স’-এ গ্রাহকদের মাঝে এই চেক হস্তান্তর করা হয়।

গত ২০ সেপ্টেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ শুআইব আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ শুআইব আহমেদ বলেন, “দাবি পরিশোধে ন্যাশনাল লাইফের সুনাম বীমা খাতে একটি ইতিবাচক উদাহরণ। বীমা মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে, তাই প্রত্যেকের বীমার আওতায় আসা প্রয়োজন।” এসময় তিনি বীমা শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘বিআইএ বীমা অ্যাওয়ার্ড’ প্রবর্তনের ঘোষণাও দেন।

সভাপতির বক্তব্যে ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন বলেন, “বাংলাদেশে জীবন বীমার অপার সম্ভাবনা রয়েছে। যথাসময়ে দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করে এই খাতকে এগিয়ে নিতে হবে। আমরা চাই সব কোম্পানি দাবি পরিশোধে স্বচ্ছতা বজায় রাখুক।” তিনি আরও যোগ করেন, “ন্যাশনাল লাইফ তার অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী ও বাহার উদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) মফিজুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button