দেশবাংলাদেশসংগঠনসংগৃহীত সংবাদ

রাজধানীতে আ.লীগের মিছিল ঘিরে উত্তেজনা, আটক ২৪৪

অনলাইন ডেস্ক: রাজধানীর শাহবাগ এলাকায় আওয়ামী লীগের একটি আকস্মিক মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৪৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি এলাকায় পৌঁছালে এই উত্তেজনার সৃষ্টি হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, পূর্বানুমতি ছাড়া মিছিল করে সড়কে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। তারা আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে শাহবাগ ও তার আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button