চট্টগ্রামদেশবাংলাদেশসংগৃহীত সংবাদসম্পাদকীয়

বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মোহাম্মদ আজমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক এবং সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টায় চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলহাজ্ব মোহাম্মদ আজম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের সাবেক প্রধান হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতের বাইরেও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির একজন আজীবন সদস্য (সদস্য নং ১৯০০) হিসেবে সংগঠনকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

সীতাকুণ্ডের মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এই ব্যক্তিত্ব ‘সীতাকুণ্ড সমিতি, চট্টগ্রাম’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সভাপতি হিসেবে সংগঠনটির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম গেট সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন।

মরহুমের নামাজে জানাজা আজ (শনিবার) বাদ আছর নগরীর ওমর গণি এমইএস কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি জীবন সদস্য ফোরামের সেক্রেটারি ইউসুফ বাহার চৌধুরী (জীবন সদস্য নং ৩১০৪) এক শোকবার্তায় আলহাজ্ব মোহাম্মদ আজমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং সমিতির সকল জীবন সদস্যকে জানাজায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button