কুমিল্লাকৃষিবার্তাদেশপরিবেশপ্রশাসনবাংলাদেশ

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি: ১৫ হাজার শিক্ষার্থীর একযোগে চারা রোপণ

মোঃ খোরশেদ আলম, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: “উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫”-এর আওতায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভায় একযোগে ১৫ হাজার ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক জনাব মোঃ জামাল হোসেনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১১টি মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের আঙিনায় বা সংলগ্ন রাস্তার পাশে গাছের চারা রোপণ করে। রোপণকৃত ফলজ বৃক্ষের মধ্যে আম, পেয়ারা, আমড়া, লিচু, কদবেল, বরই ও লেবু উল্লেখযোগ্য।

এই কর্মসূচির একটি বিশেষ দিক হলো, প্রতিটি গাছের সাথে রোপণকারী শিক্ষার্থীর নাম ও গাছের পরিচয়সহ একটি ‘নেম প্লেট’ সংযুক্ত করা হয়েছে। যে শিক্ষার্থী গাছটি রোপণ করেছে, সেই শিক্ষার্থী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে গাছটির যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করবে। শ্রেণিকক্ষে বা সুবিধাজনক সময়ে শিক্ষকমণ্ডলী বিষয়টি তদারকি করবেন।

বৃক্ষরোপণ কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার জনাব জুবায়ের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ কে এম মীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: নূরুল হুদা তালুকদার, পৌরসভা ইঞ্জিনিয়ার জনাব ওয়াসিম আহমেদ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button